কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে গবেষণার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ২ কোটি ৩৫ লাখ টাকার গবেষণা অনুদান পেয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকির আহমেদ প্রধান গবেষক হিসেবে এ বরাদ্দ লাভ করেছেন। পাবিপ্রবির ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্থমূল্যের গবেষণা প্রকল্প। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসিতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল ও প্রধান গবেষক ড. মো. তৌকির আহমেদ উপস্থিত ছিলেন। ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সহযোগিতা এবং উদ্ভাবনমূলক গবেষণার লক্ষ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট ৩৮ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ইউজিসি। এ উপ

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পাবিপ্রবি পেল ২ কোটি ৩৫ লাখ টাকা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে গবেষণার জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ২ কোটি ৩৫ লাখ টাকার গবেষণা অনুদান পেয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকির আহমেদ প্রধান গবেষক হিসেবে এ বরাদ্দ লাভ করেছেন। পাবিপ্রবির ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্থমূল্যের গবেষণা প্রকল্প।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউজিসিতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল ও প্রধান গবেষক ড. মো. তৌকির আহমেদ উপস্থিত ছিলেন।

ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সহযোগিতা এবং উদ্ভাবনমূলক গবেষণার লক্ষ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট ৩৮ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ইউজিসি।

এ উপলক্ষে ইউজিসিতে আয়োজিত ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি সচিব, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান গবেষকরা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

গবেষণার মাধ্যমে তথ্য-প্রযুক্তি খাতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় গবেষণা, আধুনিক উদ্ভাবন এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য আইটি সলিউশন উন্নয়নে কাজ করা হবে।

ইউজিসি জানায়, আইসিএসইটিইপি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা, যার ৮৭ দশমিক ৭২ শতাংশ বহন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাকি ১২ দশমিক ২৮ শতাংশ বহন করছে বাংলাদেশ সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow