কৃষক লীগ নেতাকে বেঁধে রাখলেন এলাকাবাসী

2 hours ago 6

নাটোরের বড়াইগ্রামে দেশীয় ও তিনটি পেট্রলবোমাসহ রবিউল করিম পিন্টু নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালিফা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। 

গ্রেপ্তার রবিউল করিম পিন্টু উপজেলার আগ্রান গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালিফা এলাকায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি ব্রিজের দেওয়াল নির্মাণের কাজ চলছিল। শনিবার দুপুরে কৃষক লীগ নেতা রবিউল করিম পিন্টুর নেতৃত্বে ১০/১২ জন যুবক সেখানে এসে কাজে বাধা দেয়। পরে তার সামনেই কাজের তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধির কাছে চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ধাওয়া করে একটি বড় হাসুয়া ও তিনটি পেট্রলবোমাসহ তাকে আটক করে বেঁধে রাখে। পরে পুলিশ খবর  পেয়ে তাকে থানায় নিয়ে যায়। 

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article