কৃষক হত্যায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের নামে মামলা

2 months ago 34

ময়মনসিংহের ফুলপুরে কৃষক সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৬৭ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলী আদলতে মামলার আবেদনটির শুনানি হয়।

ময়মনসিংহ আদালত পরিদর্শক মো. সফিকুর রহমান বলেন, আদালত শুনানি শেষে এ ঘটনায় ইতোমধ্যে কোনো মামলা হয়েছে কিনা পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ওসি ফুলপুরকে আদেশ দিয়েছেন।

ময়মনসিংহ জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৬৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত পরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, গত ২০ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলপুর পৌর শহরে সাইফুল ইসলাম ধান বিক্রি করার জন্য দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আমুয়াকান্দা বাজারে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মিছিল চলাকালে পুলিশকে পেছনে রেখে এজাহারের ৬ থেকে ৬৭ নম্বর আসামি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে উৎসুক জনতার ওপর আক্রমণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম নিহত হন। মামলার ১ থেকে ৫ নম্বর আসামির উসকানিতে ৬ থেকে ৬৭ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা সাইফুল ইসলামকে গুলি করে হত্যা করেন।

কৃষক সাইফুল ইসলাম (৩৭) জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ের চক ঢাকির কান্দা গ্রামের কৃষক তৈয়ব আলীর ছেলে।

জানা গেছে, সাইফুল ইসলাম হত্যার ঘটনায় ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন মুন্না বাদী হয়ে গত ২৩ জুলাই অজ্ঞাত পরিচয় ৫০-৬০ জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এএসএম

Read Entire Article