কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

5 hours ago 5

চট্টগ্রামের মিরসরাইয়ে আবুল হাসেম নামের এক কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে মিরসরাই পৌর সদরের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হাসেম জানান, মধ্যম তালবাড়িয়া বিদ্যালয়ের পূর্বপাশে একটি জমিতে দেড় মাস আগে লাউগাছ লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু লাউ বিক্রিও করেছেন। আজ সকালে লাউ তুলতে গিয়ে দেখেন জমির সব লাউগাছ কেটে দিয়েছে কে বা কারা।

শত্রুতা/ কৃষকের ২০ শতক জমির লাউগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা কৃষক আবুল হাসেমের।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক রহমান বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

Read Entire Article