কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালকের কার্যালয়ে দুদকের অভিযান

5 months ago 25

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালকের পুলহাট কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সার ডিলার নিয়োগে কোটি টাকার বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। এসময় দুদক কর্মকর্তারা বিভিন্ন নথি সংগ্রহ করেন।

মঙ্গলবার (১৩এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও কামরুন নাহার।

খায়রুল বাশার জানান, সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়ম এবং কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এসময় আমরা ডিলার নিয়োগ সংক্রান্ত রেজুলেশন এবং কতজন ডিলার লাইসেন্স পেয়েছেন তার একটি তালিকা নেই।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যে, যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম ডিলারশিপের জন্য যারা আবেদন করেন, সেগুলো তিনি গ্রহণ করেন। কিন্তু রেজিস্টার মেইনটেইন না করেই জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে পাঠান। এবার আমরা রেজিস্টার মেইনটেইন করতে বলেছি। আমরা নথিপত্র পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাব। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলমের কাছে অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুদকের একটি টিম অফিসে এসেছিল। তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তারা যা যা নথিপত্র আমাদের কাছে চেয়েছেন সেগুলো দিয়েছি।

এমদাদুল হক মিলন/জেডএইচ/এমএস

Read Entire Article