কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবার

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হবে।  মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ মৃধা। ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় রেজাল্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সন্ধ্যার পরে প্রকাশিত হবে।’ গাকৃবি রেজিস্ট্রার জানান, বুধবার কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা গাকৃবিতে আসবেন। তারা একত্রে একটি মিটিং করবেন, ফলাফল শিটে স্বাক্ষর করলে গাকৃবি উপাচার্যের মাধ্যমে প্রকাশ হবে। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট আ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বুধবার

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল বুধবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হবে। 

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ মৃধা।

ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় রেজাল্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে। সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সন্ধ্যার পরে প্রকাশিত হবে।’

গাকৃবি রেজিস্ট্রার জানান, বুধবার কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা গাকৃবিতে আসবেন। তারা একত্রে একটি মিটিং করবেন, ফলাফল শিটে স্বাক্ষর করলে গাকৃবি উপাচার্যের মাধ্যমে প্রকাশ হবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন তিন হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow