কৃষি সচিব ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালকের অপসারণ দাবি

6 hours ago 6

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসীর উদ্দীনকে স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর হিসেবে উল্লেখ করে তাদের অপসারণ দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই সমাবেশের ব্যানার ও ফেস্টুনে পতিত সরকারের সঙ্গে কৃষি সচিব ও বার্ন ইউনিটের পরিচালকের ঘনিষ্ঠতা সংক্রান্ত ছবিও দেখা যায়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিয়ে বর্তমান কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্য ফ্যাসিস্ট আমলাদের এবং বার্নের পরিচালক ডা. মোহাম্মদ নাসীর উদ্দীনকে অপসারণের দাবি জানান।

তারা বলেন, ডা. মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিজের এমজেট হসপিটালে  নিয়ে যাওয়া এবং টেন্ডারের মাধ্যমে হসপিটাল থেকে নতুন নতুন যন্ত্রপাতি নিজের হসপিটালে নিয়ে যাওয়ার অনেক প্রমাণ রয়েছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন,  আওয়ামী লীগের মন্ত্রী, ভারতীয় র এর এজেন্ট সামান্ত লাল সেন ও স্বাচিপের ডা. ইমুর ঘনিষ্ঠ হিসাবে সবধরনের অপকর্মে লিপ্ত ছিল।
আগামী ৭ দিনের মধ্যে বার্নের পরিচালক ডা. নাসিরকে অপসারণ না করলে জাতীয় বার্ন ইনস্টিটিউট ঘেরাও করা হবে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আসাদ বিন রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Read Entire Article