কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

4 hours ago 5

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পরীক্ষা নিয়ন্ত্রক (রুটিন দায়িত্ব) হওয়ায় কৃষিবিদ খন্দকার আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর শেকৃবিতে এক অনুষ্ঠানে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোন ছাত্রদল শেকৃবি শাখা ও ছাত্র সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, এ্যাব ও কেআইবির ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং এ্যাবের সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। জানা যায়, আসাদুজ্জামান কিটোন কৃষিবিদদের মধ্যে একমাত্র পেশাজীবী নেতা, যিনি চাকরিরত অবস্থায় বিগত আওয়ামী সরকারের অনিয়ম- দুর্নীতি নিয়ে ফেসবুকে মন্তব্য করার কারণে আইসিটি মামলায় কারাভোগ করেছেন। 

কৃষিবিদ শফিউল আলম দিদারের সভাপতিত্বে এবং কৃষিবিদ কে আই এফ সবুরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাবের সদ্য সাবেক আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন। এ ছাড়া এ্যাব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাওলাদার, উত্তর এ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলমও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এ্যাবের সাবেক মহাসচিব কৃষিবিদ শাহজাহান, কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক, প্রফেসর ড. সারোয়ার হোসেন, প্রফেসর ড. আমিরুজ্জামান রিপন, কৃষিবিদ ড. মাহবুবুর রশীদ মাহবুব, কৃষিবিদ নজরুল ইসলাম সুলতান, কৃষিবিদ শফিকুর রহমান শফিক, কৃষিবিদ নুরুন্নবী ভূইয়া শ্যামল, কৃষিবিদ আনিসুজ্জামান আনিস, কৃষিবিদ আকিকুল ইসলাম আকিক, প্রফেসর ড. সফিউল্লাহ কিরোন, প্রফেসর ড. আাশাবুল হক আশা, প্রফেসর ড. আরফান আলী, কৃষিবিদ শাফায়াত, কৃষিবিদ নুরু, কৃষিবিদ শিমুল (ডিএই), কৃষিবিদ দীপু, কৃষিবিদ লুৎফর রহমান মৃদুল, কৃষিবিদ মুসা তালুকদার চমক, কৃষিবিদ মাহবুবুর রহমান মাহবুব, কৃষিবিদ আশরাফুল কবির রাজু।

এছাড়া কৃষিবিদ মোহমিয় পলাশ, কৃষিবিদ কামাল, কৃষিবিদ নজরুল ইসলাম, কৃষিবিদ মাহফুজুর রহমান সবুজ, কৃষিবিদ মাসুম বিল্লাহ সুমন, কৃষিবিদ মাজেদ, কৃষিবিদ মোস্তফা কামাল, কৃষিবিদ ফয়েজ, কৃষিবিদ ইয়ার মাহমুদ, কৃষিবিদ মানিক, কৃষিবিদ আসাদ, কৃষিবিদ সোহেল, কৃষিবিদ উজ্জ্বল, কৃষিবিদ শরীফ খান, কৃষিবিদ শাহাদাত পারভেজ, কৃষিবিদ তানভীর মাসুম সৈকত, কৃষিবিদ রাজীবিল হাসান,  কৃষিবিদ রিদোয়ান রিশাদ, শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

Read Entire Article