কে হচ্ছেন খামেনির উত্তরসূরী?
আয়াতুল্লাআলি খামেনির পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা চলছে।খামেনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, সেই জল্পনা আরও বাড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে, তেহরান গোপনে তাদের পরবর্তী নেতা বেছে নেওয়ার কাজ শুরু করেছে। আর সেই দৌড়ে সবার প্রথমেই আছেন মোজতবা খামেনি। উত্তরসূরি হিসাবে আয়াতুল্লাখামেনি তার দ্বিতীয় পুত্রকেই বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল! বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ৮৫ বছর বয়সী খামেনিই তার মৃত্যুর আগেই পদ ছাড়তে পারেন। জীবিত অবস্থাতেই তিনি উত্তরসূরি হিসাবে তার ছেলেকে ইরানের সর্বোচ্চ পদে দেখতে চাইছেন। আর এই নতুন নেতা বাছাইয়ের কাজ