কেউ ছুটছে ঢাকা ছাড়ার পথে, কেউ ফিরছে নগরীর বুকে

1 day ago 7
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শুরু হওয়ায় ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন সাধারণ মানুষ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে সকাল থেকেই বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও ঢাকা ছাড়ছে মানুষ। কেউ আবার প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছে রাজধানীতে।  বুধবার (২ এপ্রিল) ভোর থেকে সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি পেয়েছেন। সরকার প্রথমে ৫ দিনের ছুটি ঘোষণা করলেও পরবর্তী সময়ে নির্বাহী আদেশে আরও একদিন বাড়িয়ে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয় ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে যাত্রীদের চলাচলে বৈচিত্র্য দেখা যাচ্ছে। কেউ স্বাচ্ছন্দ্যে বাড়ির পথে রওনা দিচ্ছেন, কেউ পরিবারসহ ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন, আর কেউবা আগেভাগে ফিরছেন রাজধানীতে। কেউ আবার ভোগান্তি এড়াতে এবং জরুরি কাজের তাগিদেই ফিরছেন ঢাকায়। ফলে ঢাকা ছাড়ার প্রবাহ যেমন অব্যাহত, তেমনি ফিরতি যাত্রাও শুরু হয়ে গেছে।
Read Entire Article