জামদানির মতো ঐতিহ্যবাহী শাড়িকে ফিউশন করে অভিনেত্রী জয়া আহসান যেমন প্রশংসিত হয়েছেন। তেমনি সামলাতে হচ্ছে নিন্দার ঝড়ও। পাল্লা আপাতত কোন দিকে ভারি, সেটা মাপতে আরও সময় লাগবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে ইতিহাসের জন্য।
তার আগে জেনে নেওয়া যাক জামদানি নিয়ে জয়া আহসানের এই ফিউশনের পেছনের গল্প। প্রশ্ন থাকবে চলমান সমালোচনা প্রসঙ্গেও।জয়া মনে করেন, বাংলাদেশের জামদানি নিয়ে যত বেশি ফিউশন... বিস্তারিত