কেএমপি কমিশনারের পদত্যাগ চান স্থানীয়রা, দপ্তর ঘেরাও

2 months ago 6

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে কেএমপির সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

অন্যদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুলিশের এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করে। কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

আন্দোলনকারীরা বলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশ জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্যাতন চালিয়েছেন। সেই সুকান্তকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। অথচ রাতের আঁধারে তাকে ছেড়ে দেওয়া হয়। আন্দোলনের মুখে আবার তাকে গ্রেফতার করা হয়। আমরা কেএমপি কমিশনারের পদত্যাগ চাই।

কেএমপি কমিশনারের পদত্যাগ চান স্থানীয়রা, দপ্তর ঘেরাও

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের সঙ্গে ফোন যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) এসআই সুকান্ত দাশকে মারধর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেন ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।

সুকান্ত দাশকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার (২৫ জুন) দুপুর থেকে কেএমপি সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক পর্যায়ে তারা দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

আরিফুর রহমান/এসআর/জেআইএম

Read Entire Article