কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, চাঁদের গাড়িটি পেঁপে বাগান এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি উল্টে সড়কের রেলিংয়ে আঘাত করে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  পুলিশ আরও জানায়, আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। দুর্গম এলাকা হওয়ায় এখনও তাদের পরিচয় জানা যায়নি। মাত্র দুই ফুট দূরে ছিল গভীর খাদ— সেখানে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বগা লেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সবাই আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে আমরা বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছি। রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আমরা আহতদের উদ্ধার করেছি। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হ

কেওক্রাডংয়ে পর্যটকদের নিয়ে উল্টে গেল চাঁদের গাড়ি

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চাঁদের গাড়িটি পেঁপে বাগান এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটি উল্টে সড়কের রেলিংয়ে আঘাত করে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে এবং আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

পুলিশ আরও জানায়, আহত পর্যটকরা সবাই কুষ্টিয়া জেলার বাসিন্দা। দুর্গম এলাকা হওয়ায় এখনও তাদের পরিচয় জানা যায়নি। মাত্র দুই ফুট দূরে ছিল গভীর খাদ— সেখানে পড়ে গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বগা লেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। সবাই আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে আমরা বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছি।

রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, আমরা আহতদের উদ্ধার করেছি। দুজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow