কেক কেটে চ্যাম্পিয়ন মোহামেডানকে কুমিল্লায় সংবর্ধনা

5 months ago 15

চ্যাম্পিয়ন হতে মোহামেডানের যখন ৩ ম্যাচে ৩ পয়েন্ট দরকার ছিল, তখন সাদাকালোরা টার্গেট করেছিল রহমতগঞ্জের বিপক্ষে পরের ম্যাচটি। তবে শেষ পর্যন্ত রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচটির জন্য অপেক্ষা করতে হয়নি মোহামেডানকে। শনিবার ফর্টিসের কাছে আবাহনীর হারে ৩ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে ফেলে ৩৮ পয়েন্ট পাওয়া মোহামেডান।

মঙ্গলবার সেই রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডান খেলতে নামছে চ্যাম্পিয়নের তকমা লাগিয়ে। ২৩ বছর পর লিগের এবং ১৮ অপেক্ষার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা আলফাজ বাহিনী সোমবার কুমিল্লা যাওয়ার পর কোচ-খেলোয়াড়দের নিয়ে অন্যরকম আনন্দ করেছেন স্থানীয় মোহামেডান সমর্থকরা।

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মোহামেডানের হোমভেন্যু। সোমবার স্টেডিয়ামে ঢুকে মোহামেডানের খেলোয়াড়রা দেখেছেন তাদের সংবর্ধনার আয়োজন করে রেখেছ স্থানীয় সমর্থকরা। মোহামেডানের ড্রেসিংরুমের সামনে চ্যাম্পিয়ন লেখা বিশাল ব্যানারও ঝুলিয়ে রেখেছেন কুমিল্লার সাদাকালো সমর্থকরা।

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়া উদযাপনের জন্য কেকও এনে রেখেছিল সমর্থকরা। সেই কেট কেটে উৎসব করা হয়েছে হোমভেন্যুতে। মোহামেডানের হোম ভেন্যুতে দুটি ম্যাচ বাকি। রহমতগঞ্জের পর খেলা ব্রাদার্সের বিপক্ষে। ইয়ংমেন্সের বিপক্ষে শেষ ম্যাচ গাজীপুরে।

মোহামেডান ট্রফি পাবে কবে? মোহামেডান চাচ্ছে আগামী ২৩ মে তাদের শেষ হোমম্যাচে ট্রফি দেওয়া হোক।

'আমি বাফুফেকে বলেছি ২৩ মে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচের পর যেন আমাদের ট্রফি দেওয়া হয়। কারণ, ওইদিন হোমভ্যেুতে আমাদের শেষ ম্যাচ। কুমিল্লায় আমাদের অনেক সমর্থক আছে। ওই মাঠে ট্রফি পেলেই ভালো হবে। দেখি বাফুফে কি করে'- বলেছেন মোহামেডান ফুটবল দলের গোলরক্ষক কোচ ও বাফুফে সদস্য ছাইদ হাছান কানন।

আরআই/আইএইচএস/

Read Entire Article