সময়ের পীঠে এপিটাফ রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারের টানা ৩৬ দিনের সংশপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণঅভ্যুত্থানে রূপ পরিগ্রহ করা যে রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস-স্রোতধারা; তার পয়লা বর্ষপূর্তি আজ। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন গণঅভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও... বিস্তারিত