কেন আজও হয়নি পরিচালক সমিতির নির্বাচন, যা জানা গেল

3 hours ago 5

আজ (১০ জানুয়ারি) শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। কিন্তু আজও সেই নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বরও নির্বাচন স্থগিত করা হয়। বারবার কেন স্থগিত হচ্ছে পরিচালক সমিতির এই নির্বাচন?

দ্বিবার্ষিক এই নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে নানা রকম কথা শোনা যাচ্ছে। একটি পক্ষ বলছে কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যায়নি। আরেকটি পক্ষ বলছে অন্য কথা।
নাম প্রকাশ না করার শর্তে একটি প্যানেলের প্রার্থী জাগো নিউজকে জানিয়েছেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থকরা রয়েছেন। তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে।

গতকাল রাতে ক্ষুদেবার্তা পাঠিয়ে সদস্য পরিচালকদের নির্বাচন স্থগিতের খবর জানানো হয়েছে। কারণ হিসেবে সেখানে বলা হয়েছে, ‘সম্মানিত পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আগামীকালের ভোটগ্রহণ অনিবার্য কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে পুনঃস্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অচিরেই জানানো হবে।’ নাম প্রকাশ না করার শর্তে সমিতির জনৈক সদস্য পরিচালক জাগো নিউজকে বলেন, আওয়ামী লীগপন্থী বেশ কিছু সদস্য নির্বাচনে দাঁড়িয়েছেন। আইনগতভাবে তাদের নির্বাচন থেকে সরিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এ কারণেই নির্বাচন স্থগিত করা হচ্ছে।

যারা দাঁড়িয়েছেন

এ নির্বাচনের জন্য প্রস্তুত দুটি পৃথক প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভূঁইয়া সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।

অপর পক্ষে চলতি দায়িত্বে থাকা টানা দুবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবিরকে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন সাঈদুর রহমান সাঈদ, ছটুক আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নুল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদিন এবং ডা. বুলবুল বিশ্বাস। এ ছাড়া আব্দুল আওয়াল পিন্টু স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩৯৬। সম্প্রতি চার নির্মাতার মৃত্যুতে এ সংখ্যা এখন ৩৯২। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করার কথা ছিল জ্যেষ্ঠ চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চুর। কমিশনের সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বি এইচ নিশান।

এমআই/আরএমডি

Read Entire Article