‘কেন বিএনপি করে’ বলে মাথায় আঘাত, প্রাণ গেলো জেলের

2 months ago 8

পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শহিদুল ফকির (৪০) নামের এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ফকির ওই গ্রামের আলী ফকিরের ছেলে।

নিহতের ছেলে সজল (১৯) বলেন, ‌“আমার বাবা যে ট্রলারের মাঝি ওই ট্রলারের এক স্টাফের কাছে সোহেল ফকির দুই হাজার ৪০০ টাকা পান। তিনি এসে আমার বাবাকে গালাগালি করেন। পরে আমি তাকে টাকা দিয়ে দেই। টাকা দেওয়ার পরও আমার বাবা ‘কেন বিএনপি করে’ বলে দা ও কাঠ দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘৫ আগস্টের পর লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের অনেকেই এলাকায় নানা কুকর্ম চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।’

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার রিয়াজ হোসেন বলেন, বিকেলে ৫টার দিকে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার মাথায় আঘাত ছিল। পরে আমরা পরীক্ষার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হই।’

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

Read Entire Article