কেন মুখ দেখাতে পারছেন না হাশমিপুত্র?

15 hours ago 6
বলিউডে একসময় পর্দা কাঁপানো চুমুর দৃশ্যে যিনি হয়ে উঠেছিলেন ‘সিরিয়াল কিসার’, সেই ইমরান হাশমি আবারও ফিরেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কারণ সিনেমা নয়, বরং তার ব্যক্তিজীবন নিয়ে। আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ ছোট্ট একটি দৃশ্যে উপস্থিত হয়েই ঝড় তুলেছেন ইমরান। কিন্তু  হঠাৎ এই জনপ্রিয়তার ঢেউ গিয়ে আছড়ে পড়েছে তার পরিবারের ওপর, বিশেষ করে ছেলের মনে। বাবার এই নতুন করে আলোচনায় আসা নিয়েই নাকি বেশ অস্বস্তিতে পড়েছে ইমরান হাশমির ছেলে।  এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন ইমরান হাশমি। সেখান থেকে জানা যায়, সম্প্রতি তার ছেলে তাকে বলেছে, ‘তুমি কি আমাকে স্কুলে মুখ দেখাতে দেবে না!’   এ বিষয়ে ইমরান হাশমি জানান, তার ছেলে মোটেও খুশি নন। বাবাকে এমন চরিত্রে দেখে স্কুলে নাকি হাসির খোরাক হতে হচ্ছে তাকে।  ইমরান বলেন, ‘আমার ছেলে একদিন বললো, আমাদের স্কুলে এমন নানা ধরনের কীর্তি হয়। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তুমি দয়া করে এগুলো করা বন্ধ করবে। একটা সময় বলিউডে চুমুর দৃশ্যে অভিনয় করলেও বেশ কয়েক বছর ধরে তেমন দৃশ্যে আর অভিনয় করেন না ইমরান হাশমি। এর আগের এক সাক্ষৎকারে ইমরান জানিয়েছিলেন, আগে চিত্রনাট্যে জোর করে চুমুর দৃশ্য ঢোকানো হতো। নির্মাতারা ভাবতেন, হয়তো দর্শক তাতে উত্তেজিত হবেন। কিন্তু, এখন সেই নিয়ম বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলেছেন অভিনেতা। প্রয়োজন নেই, অথচ জোর করে চুমুর দৃশ্য রয়েছে, এমন ছবি তিনি এড়িয়ে চলেন বলে জানিয়েছেন। বরং বাছাইয়ের সময় চরিত্র কেমন, গল্প কেমন তার ওপর জোর দেন বলেই জানিয়েছেন ইমরান।
Read Entire Article