প্রখর রোদে পুড়ছে কেনিয়ার উত্তরাঞ্চলের কামবিনিয়ে গ্রাম। ৩৪ বছরের দুকানো কেলে সকাল থেকেই পানির সন্ধানে বেরিয়েছেন। সকালের পর থেকে কিছু খাওয়া হয়নি তার। তবু পাঁচ সন্তানের এই মাকে কাঁটাঝোপের ডাল দিয়ে গাধাকে চাবুক মেরে এগিয়ে নিয়ে যেতে হবে কয়েক কিলোমিটার দূরের বোরহোলে। সেখানেও পানির স্তর নিচে নেমে গেছে—হতাশাই সেখানে তার নিত্যসঙ্গী।
১৫ বছর বয়সে বিয়ে হওয়ার পর থেকে সপ্তাহে দুবার এই কষ্টকর যাত্রা দুকানোর... বিস্তারিত