কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয়েছে চট্টগ্রামের সমন্বয়কদের

2 hours ago 6

বৃহত্তর চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে চট্টগ্রামের সমন্বয়কদের ঢাকায় সংগঠনটির প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক নোটিশে এই বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বৃহত্তর চট্টগ্রামের অন্তর্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অঞ্চলের নেতাদের মধ্যে সমন্বয়হীনতা, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ এসেছে।

এসব অভিযোগের সুষ্ঠু পর্যালোচনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা ও নগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব প্রতিষ্ঠানের প্রতিনিধিকে (কেন্দ্রীয়ভাবে লিস্টেড) কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হতে বলা হলো। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

এনএস/কেএসআর/এএসএম

Read Entire Article