কেন্দ্রে জীবন্ত ঘোড়া দেখিয়ে ভোট প্রার্থনা

3 months ago 51

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে জীবন্ত ঘোড়া প্রদর্শন করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ জীবন্ত ঘোড়া প্রদর্শন করা হয়।

স্থানীয়রা জানান, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন শুভনের লোকজন জীবন্ত ঘোড়া ভোটকেন্দ্রে এনে প্রদর্শন করছেন। একইসঙ্গে কেন্দ্রে আসা ভোটারদের ঘোড়া মার্কায় ভোট দিতে বলছেন শুভনের সমর্থকরা।

কেন্দ্রে জীবন্ত ঘোড়া দেখিয়ে ভোট প্রার্থনা

সিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, রুমে ছিলাম, এজন্য বুঝতে পারিনি। তবে জীবন্ত ঘোড়া ভোটকেন্দ্রের মাঠে দেখার পর সরিয়ে দিয়েছি।

কেন্দ্রে জীবন্ত ঘোড়া দেখিয়ে ভোট প্রার্থনা

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে এখনই ব্যবস্থা নিচ্ছি।

বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম বারের মতো এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।

এম এ মালেক/এফএ/জেআইএম

Read Entire Article