কেমন আছেন সবার প্রিয় ফেরদৌসী রহমান

2 months ago 6

বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী রহমান। তার হাত ধরেই বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু হয় গান শেখার অনুষ্ঠান ‘এসো গান শিখি’। তিনি সবার কাছে খালামণি হিসেবেও পরিচিত। প্রায় পাঁচ দশক ধরে তার সংগীত জগতে পদচারণা চলছে। পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিকসহ সব ধরনের গানই তিনি করেছেন।

তার পিতা ছিলেন পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দিন। ছোটবেলায় গানে হাতে খড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমূখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন।

তার উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে- কথা বলো না বলো ওগো বন্ধু, আমি কার জন্য পথ চেয়ে রব, আমি রুপনগরের রাজকন্যা, প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে, যে জন প্রেমের ভাব জানে না, আমি সাগরেরও নীল নয়নে মেখেছি, ও মোর সোনার বন্ধুরে, পদ্মার ঢেউ রে, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, ও কী ও বন্ধু কাজল ভ্রমরা, গান হয়ে এলে, যেন একমুঠো রজনীগন্ধা, কি করে তোমাকে ভুলবো, ওকি গাড়িয়াল ভাই ইত্যাদি উল্লেখ্য।

তিনি দীর্ঘদিন ধরেই নিভৃতে জীবনযাপন করছেন। কোথাও দেখা মেলে না তার। জানা গেল, পরিবারের সদস্যদের সঙ্গে বেশ আনন্দেই কাটছে তার দিনকাল। তিনি সুস্থ আছেন।

কেমন আছেন সবার প্রিয় ফেরদৌসী রহমান

আসছে ২৮ জুন এই কিংবদন্তির ৮৪তম জন্মদিন। এ বিশেষ দিনটি উদযাপন করতে চ্যানেল আই আয়োজন করেছে বর্ণাঢ্য বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’। সেখানে অতিথি হয়ে হাজির হবেন ফেরদৌসী রহমান। অনেকদিন পর পর্দায় দেখা মিলবে তার।

চ্যানেল আইয়ের পর্দায় দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে এই বিশেষ আয়োজনটি। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। থাকছে ফেরদৌসী রহমানের শৈশব, সংগীতজীবনের নানা অজানা গল্প, স্মৃতিচারণ আর ভালোবাসার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ‘এসো গান শিখি’ খ্যাত দুই প্রিয় মুখ মিঠু ও মন্টি। তারা একদল নতুন প্রজন্মের শিশুদের সঙ্গে নিয়ে গুণী এই শিল্পীকে শুভেচ্ছা জানাবেন। এছাড়া উপস্থিত থাকবেন ‘এসো গান শিখি’-র প্রযোজক মেনোকা হাসান এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সানজিদা এবং প্রযোজনায় থাকবেন অনন্যা রুমা।

এলআইএ/এএসএম

Read Entire Article