কেরানীগঞ্জে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি জানান, ১৬ ডিসেম্বর রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. সামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩৩), কামাল মাদবর (৩৪) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা ওরফে ছোট (২২)। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিনি ও এসআই মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে রোহিতপুর ইউনিয়নে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুর এলাকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি জিপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটির গতিরোধ করে। তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা

কেরানীগঞ্জে অস্ত্র-ককটেলসহ চার ডাকাত গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন। তিনি জানান, ১৬ ডিসেম্বর রাতে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— মো. সামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩৩), কামাল মাদবর (৩৪) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা ওরফে ছোট (২২)। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিনি ও এসআই মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে রোহিতপুর ইউনিয়নে অস্ত্র ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মাওয়া হাইওয়ে সড়কের আব্দুল্লাহপুর এলাকার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি জিপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটির গতিরোধ করে। তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে ডাকাতির উদ্দেশ্যে তারা কেরানীগঞ্জে প্রবেশ করেছিল। তাদের সঙ্গে আরও ১০ থেকে ১২ জন ডাকাত ছিল, যারা পুলিশ দেখে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে একটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি বড় ধারালো চাকু, তিনটি লোহার রড দিয়ে তৈরি দেশীয় অস্ত্র এবং একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাদের নির্দেশনায় গ্রেপ্তারদের থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় এসআই মশিউর বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছেন। তিনি আরও জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow