ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের ভাংনা এলাকায় একটি ফোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরের এ দুর্ঘটনায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সময় কারখানাটি তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার কাজল মিয়া জানান, ‘আগুন লাগার সময় ফোম কারখানাটি তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছি। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত।
অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কারখানা মালিকের দাবি, আগুনে তার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্ত করে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।