কেরানীগঞ্জে বিদ্যালয়ে ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুরের রসুলপুর মাতৃছায়া এ হক আইডিয়াল একাডেমিতে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের আয়োজনে এই মহড়া অবস্থিত হয়। এ সময় কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ায় ক্লাস চলাকালীন ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীরা চতুর্থ তলা বিল্ডিং থেকে কিভাবে নিচে নামবে এবং হঠাৎ আগুন লেগে গেলে তা কিভাবে নির্বাপন করবে এ বিষয়ে বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ভূমিকম্পের আগাম কোন সতর্কবার্তা নেই। তাই ভূমিকম্প মোকাবেলা করতে আমাদের এই ধরনের প্রশিক্ষণ খুবই জরুরী। সকলে প্রশিক্ষিত হলে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। এসময় বিদ্যালয়টির পরিচালক হাজী মোঃ এমদাদুল হক সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছ

কেরানীগঞ্জে বিদ্যালয়ে ভূমিকম্পে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুরের রসুলপুর মাতৃছায়া এ হক আইডিয়াল একাডেমিতে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের আয়োজনে এই মহড়া অবস্থিত হয়। এ সময় কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মহড়ায় অংশগ্রহণ করে।

মহড়ায় ক্লাস চলাকালীন ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীরা চতুর্থ তলা বিল্ডিং থেকে কিভাবে নিচে নামবে এবং হঠাৎ আগুন লেগে গেলে তা কিভাবে নির্বাপন করবে এ বিষয়ে বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ শেষে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ভূমিকম্পের আগাম কোন সতর্কবার্তা নেই। তাই ভূমিকম্প মোকাবেলা করতে আমাদের এই ধরনের প্রশিক্ষণ খুবই জরুরী। সকলে প্রশিক্ষিত হলে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব।

এসময় বিদ্যালয়টির পরিচালক হাজী মোঃ এমদাদুল হক সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow