কেরানীগঞ্জে ব্যাংকে জিম্মি ১২ কর্মকর্তা, সেফ এক্সিট চান ডাকাতরা

3 weeks ago 16

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছেন পুলিশ ও র‍্যাবের সদস্যরা। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। অন্যদিকে দুজন অস্ত্রধারী ১২ ব্যাংক কর্মকর্তাকে জিম্মি করে রেখেছেন। সেখানে কয়েকজন গ্রাহকও রয়েছেন। এখন দুই ডাকাত সেফ এক্সিট চাইছেন।

ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ওই কর্মকর্তা জাগোনিউজকে বলেন, আমরা ব্যাংকে আটকে পড়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, টাকা লোপাট হয়নি। তবে বাইরে সাধারণ জনতা, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে ডাকাতরা ভয়ে আছে। আমাদের ১০-১২ কর্মকর্তাকে জিম্মি করে রাখলেও তারা (ডাকাতরা) নিরাপদে (সেইফ এক্সিট) বের হতে চাইছেন।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনা করতে অন্যান্য বাহিনীগুলোর মধ্যে আলোচনা চলছে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব

ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান বলেন, দুপুরের দিকে দুজন অস্ত্রধারী ডাকাত রূপালী ব্যাংকের ওই শাখায় ঢুকে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এ কারণে প্রথম দিকে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। তবে ভেতর থেকে কৌশলে কয়েকজন কর্মকর্তা মেসেজের মাধ্যমে আমাদের জানান বিষয়টি। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাইকে নিরাপদে উদ্ধার করার চেষ্টা করছেন।

ইএআর/টিটি/এমএইচআর/এএসএম

Read Entire Article