কেশবপুরে বিএনপি নেতা আজাদের গণসংযোগ

7 hours ago 4

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের গোলঘাটা বাজার, জামালগঞ্জ বাজার, শ্রীফলা বাজার, চৌরাস্তা মোড়, প্রতাপপুর বাজার ও শিকারপুর বাজারসহ বিভিন্ন বাজারে এই গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবুল হোসেন আজাদ।

এ সময় আজাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজিসহ ইউনিয়ন বিএনপি এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

Read Entire Article