কেসিসির সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন গ্রেপ্তার

1 month ago 33

খুলনা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এসএম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এসএম রফিউদ্দিন আহমেদ রফিক কেসিসি ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম কালবেলাকে বলেন, সাবেক প্যানেল মেয়র এসএম রফিউদ্দিন রফিকের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় দুটি নাশকতা মামলা রয়েছে। গত ৩০ আগস্ট খালিশপুর থানায় মামলা দুটি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article