কোকেইন-বিয়ার খেয়ে মাতাল ইংল্যান্ড ফুটবলের সমর্থকরা

3 months ago 42

যে কয়টি দেশকে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের ফেবারিটের তকমা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে বেশ জোড়েসরেই উচ্চারিত হচ্ছে ইংল্যান্ডের নাম। নামে ও ভারে অন্যান্য অনেক দলের থেকে এগিয়ে ইংলিশরা। কিন্তু এই ইংলিশরাই দীর্ঘদিন যাবত কোন ট্রফির মুখ দেখেনি। এবারও আশায় বুক বেঁধে জার্মানিতে এসেছে ইংলিশ সমর্থকরা। এসেই উন্মাতাল আচরণ করছে তারা।

জার্মানির অলিগলিতে ছেয়ে গেছে ইংলিশ সমর্থক দিয়ে। সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াসেই জয় পাবে এমনটাই বিশ্বাস তাদের। এক ইংলিশ সমর্থক ভিক বলেন, ‘তারা শক্তিশালী দল পাশাপাশি লড়াই করার মানসিকতাও তাদের রয়েছে কিন্তু আমাদের যে দক্ষতা আছে তা দিয়ে আমরা তাদের পরাজিত করবো।’

ইংল্যান্ডের সমর্থকদের পাশাপাশি তাদেরকে দমাতে ইংলিশ পুলিশ বাহিনীকেও নিয়োজিত করেছে দেশটি। যুক্তরাজ্যের ফুটবল পুলিশিং ইউনিটের পিসি স্টুয়ার্ট ডিকারসন বলেন, ‘আমরা দেখছি অনেককেই জনসম্মুখে কোকেইন নিতে। বিয়ার হাতে নিয়ে মাতলামি করতে। যেগুলো প্রয়োজনের তুলনায় মাত্রাতিরিক্ত। এবং সবাই সেগুলো বহন করে বেড়াচ্ছে যা আমাদের দেশে পারতো না।’

জার্মান গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে ইংলিশ ফুটবল পুলিশিং দল যারা মাত্রাতিরিক্ত করছে তাদের শনাক্ত করার চেষ্টা করছে। ডিকারসন বলেন, ‘এসব কিছু সামান্য বেশি হলেই আচরণে পরিবর্তন চলে আসে। আপনারা দেখছেন তারা গান গাচ্ছে এবং হঠাৎ করে তাদের শারীরিক ভাষাও পরিবর্তন হয়ে যাচ্ছে।’

গেল কয়েক বছরে ব্রিটিশ কর্তৃপক্ষ ২০০০ ফুটবল ভক্তকে নিষিদ্ধ করেছে বাজে কর্মকাণ্ডের জন্য। চলতি ইউরোতে ইতোমধ্যে ১০০ হুলিগানকে শনাক্ত করেছে ইংলিশ ফুটবল পুলিশিং দল। তাদেরকে শীঘ্রই গ্রেফতার করা হবে এবং এমন যারা রয়েছে তাদেরকে মাঠে ঢোকার আগেই ধরে ফেলার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

আরআর/জিকেএস

Read Entire Article