কোচ হতে চান মাহমুদউল্লাহ-মুশফিক

5 months ago 97

বাংলাদেশ জাতীয় দলে মাহমুদউল্লাহ রিয়াদ এখন সাবেক ক্রিকেটার। মুশফিকুর রহিম আছেন শুধুমাত্র টেস্ট সংস্করণে। সেটাও খুব বেশি দিন টেনে যে নেবেন না তিনি—সেরকম আভাস পাওয়া যাচ্ছে। তবে পেশাদার ক্রিকেট ছাড়লেও এই খেলার সঙ্গেই থাকতে যাচ্ছেন তারা। সেরকম পরিকল্পনা থেকে কোচ হওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিক। বিসিবির বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপও করেছেন এ দুই অভিজ্ঞ ক্রিকেটার।

ক্রিকেট ছাড়ার পর কোচিং করাতে চান মাহমুদউল্লাহ ও মুশফিক—এমন তথ্য জানিয়ে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিসিবিতে যোগ দেওয়ার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়।’

শুধু মুশফিকরাই নন, অনেকেই ক্রিকেট ছাড়ার পর কোচিং পেশায় যোগ দিতে চান। এরজন্য সঠিক গাইডলাইন কিংবা কোচিং অনুশীলনের সুযোগ বাংলাদেশে খুব একটা মেলে না। দীর্ঘ সময় সে সাপোর্ট দিয়েছিলেন বুলবুল। আইসিসি ও এসিসির বিভিন্ন কোচিং প্রোগ্রামে অনেক ক্রিকেটারকেই সুযোগ করেন তিনি। এবার সেটা বিসিবি থেকেই করার উদ্যোগ নিচ্ছেন তিনি, ‘এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে রান করব ইনশাল্লাহ।’

Read Entire Article