‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়েপরে বাঁচতে চাই’

1 month ago 7

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠান চলছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।

আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিনটিকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর থেকে চলছে অনুষ্ঠান। সেখানে আসা সাধারণ মানুষের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে প্রত্যাশার যেন শেষ নেই। তাদের অনেকে কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং খেয়েপরে নিরাপত্তা নিয়ে বাঁচার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যভিনিউতে আসা অনেকের সঙ্গে কথা বললে তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।

‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়েপরে বাঁচতে চাই’

রাজধানী লালবাগ থেকে এসেছেন সাইফ বিন জামাল। তিনি বলেন, গত বছর এই দিনে এই সময় আমরা শাহবাগে ছিলাম। সেসময় যে পরিস্থিতি ছিল সেটা মুখে বর্ণনা করার মতো না। ভয়াবহ অবস্থা ছিল সেদিন। আমরা ফজরের নামাজ পরে শাহবাগে চলে আসি। ওইদিন সকালে শহীদ মিনারে অভিযান চালানো হয়। যারে পায় তারেই ইচ্ছামতো পেটায়। আমিও আহত হই। আমরা একপ্রকার নিজের জীবন হাতে নিয়ে রাজপথে ছিলাম। পরে হাসিনা পালিয়ে গেলে সব স্বাভাবিক হয়ে যায়।

বর্তমান বাংলাদেশকে কেমন দেখতে চান জানতে চাইলে তিনি বলেন, এই বাংলাদেশে কোটা বা কোনো বৈষম্য দেখতে চাই না। সবাই মিলে শান্তিতে বসবাস করবো। আমাদের চাওয়া একটা শান্তিপূর্ণ বাংলাদেশ।

ঠাকুরগাঁও থেকে এসেছেন লিটন। তিনি বলেন, আমরা জীবন বাজি রেখে যে সামনে এগিয়ে গেছি আর হাসিনাকে পরাজিত করতে পেরেছি এটা আমাদের জন্য অনেক গর্বের। আমাদের অনেক রক্তক্ষরণ হয়েছে। আমারও গুলি লেগেছিল। পাঁচটা গুলি বেরও করেছি। সে (হাসিনা) যদি আমাদের বাংলাদেশকে ভালোবাসতো তাহলে এতো অত্যাচার জুলুম করতে পারতো না।

তিনি বলেন, এখন অনেক সুখে আছি। অনেক শান্তিতে আছি। ইনশাআল্লাহ, পরবর্তীসময়ে আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

‘কোটা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, খেয়েপরে বাঁচতে চাই’

তিনি বলেন, এমপি-মন্ত্রীদের বাসায় কোটি কোটি টাকা থাকে। এতো টাকাতো মানুষের দরকার নেই। আমরা চাই শান্তিতে সুন্দরভাবে খেয়েপরে বেঁচে থাকতে।

রফিকুল নামের একজন বলেন, আমরা চাই বাংলাদেশে হাসিনার মতো আর কেউ ক্ষমতায় না আসুক। আমরা একটু সুখে-শান্তিতে বাঁচতে চাই। আমরা অল্প টাকা ইনকাম করি। সবকিছুর দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে আমরা অল্প রোজগার করেই বেঁচে থাকতে পারবো। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। কাউকে মৃত্যুভয় নিয়ে বেঁচে থাকতে হবে না।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

কেআর/এমকেআর/এএসএম

Read Entire Article