কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজির বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক। গ্রেপ্তাররা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, মৌচাক এলাকায় এমদাদ হাজির দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশি

কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজির বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, মৌচাক এলাকায় এমদাদ হাজির দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা দামের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। কারখানার কর্মরত দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা মালিক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow