কোথায় হারালেন সৌরভ-দর্শনা?

তাদের বিয়ের বয়স প্রায় দুই বছরের কাছাকাছি। কিন্তু সময়ের সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসা কমার বদলে যেন আরও গাঢ় হয়েছে। ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার বাইরে—হাসি, চোখের ভাষা আর নীরব যত্নে স্পষ্ট তাদের সম্পর্কের উষ্ণতা। সোশ্যাল মিডিয়ায় একঝলক, কিংবা বাস্তবে এক ফ্রেম—যেখানেই চোখ পড়ে, বোঝা যায় টালিপাড়ার সবচেয়ে ‘লাভি ডাভি ডুয়ো’ কারা। হ্যাঁ, কথা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের, যাদের প্রেম আজও আলোচনার কেন্দ্রে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর চার হাত এক হয়েছিল তাদের। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাদের বিয়ের আসর। আর সামনেই সেই দিন আসন্ন। সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় বার্ষিকী। তার আগে শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন তারা। ইন্দোনেশিয়াতে এবারের বিবাহবার্ষিকীটা কাটাবেন সৌরভ-দর্শনা। এরই মধ্যে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তারা। সমুদ্রতটে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,  ‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’। অর্থাৎ কাজ, বেড়ানো, সঞ্চয় আর আবার কাজ, এইভাবেই চলে

কোথায় হারালেন সৌরভ-দর্শনা?
তাদের বিয়ের বয়স প্রায় দুই বছরের কাছাকাছি। কিন্তু সময়ের সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসা কমার বদলে যেন আরও গাঢ় হয়েছে। ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার বাইরে—হাসি, চোখের ভাষা আর নীরব যত্নে স্পষ্ট তাদের সম্পর্কের উষ্ণতা। সোশ্যাল মিডিয়ায় একঝলক, কিংবা বাস্তবে এক ফ্রেম—যেখানেই চোখ পড়ে, বোঝা যায় টালিপাড়ার সবচেয়ে ‘লাভি ডাভি ডুয়ো’ কারা। হ্যাঁ, কথা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের, যাদের প্রেম আজও আলোচনার কেন্দ্রে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর চার হাত এক হয়েছিল তাদের। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাদের বিয়ের আসর। আর সামনেই সেই দিন আসন্ন। সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় বার্ষিকী। তার আগে শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন তারা। ইন্দোনেশিয়াতে এবারের বিবাহবার্ষিকীটা কাটাবেন সৌরভ-দর্শনা। এরই মধ্যে নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন তারা। সমুদ্রতটে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,  ‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’। অর্থাৎ কাজ, বেড়ানো, সঞ্চয় আর আবার কাজ, এইভাবেই চলে তাদের জীবনটা। কলকাতায় বেশিরভাগ সময়েই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। আর তার ফাঁকে সময় পেলেই চলে যান নিজেদের মতো সময় কাটাতে। এবারেও তার ব্যতিক্রম হলো না। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও একান্তে সময় কাটাতে সৌরভ-দর্শনা উড়ে গেলেন বিদেশে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow