কোন ওয়েবসাইটে বিপদ আছে তা আগেই জানা যাবে

1 month ago 16

সারাদিন নানান কাজে বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করছেন। কিন্তু কোনটি নিরাপদ আর কোনটি ক্ষতিকর তা অনেক সময় বুঝে উঠতে পারেন না। ফলে পড়তে হয় নানান ঝামেলায়। হ্যাকাররা আসল ওয়েবসাইটের মতোই ভুয়া ওয়েবসাইট খুলে বসে থাকে। তাদের ফাঁদে পা দিলেই হারাতে হয় সর্বস্ব।

তবে এখন আপনি কোনো ওয়েবসাইটে ঢোকার আগেই জেনে নিতে পারবেন সেটি বিপদজনক কি না। কোনো লিঙ্ক ডাউনলোড করার আগেই জানতে পারবেন সেটি স্ক্যাম কি না। প্রযুক্তির বড় আশীর্বাদ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স আগেই আপনাকে সতর্ক করে দেবে।

এমনই ফিচার নিয়ে আসছে গুগল। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উপর পুরো দমে কাজ করছে টেক জায়ান্ট সংস্থা। গুগলের বিভিন্ন অ্যাপ এবং পরিষেবাতেও এআই ফিচার রয়েছে। কিন্তু সেগুলো মূলত তথ্যের ভাণ্ডার হিসেবেই কাজ করে। এবার বিপজ্জনক ওয়েবসাইট এবং ম্যালওয়ার ফাইল নিয়ে ইউজারকে সতর্ক করতে নতুন এআই ফিচার নিয়ে কাজ করছে গুগল।

সাইবার অপরাধীদের প্রতারণা প্রতিনিয়ত বেড়েই চলেছে। গুগলকে কাজে লাগিয়ে প্রতারণা করছে প্রতারকরা। অধিকাংশ সময় এমন সব কৌশল ব্যবহার করে যে সাধারণ ইউজারের পক্ষে যা বোঝা মুশকিল। একটা ভুলেই ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্ট। সর্বস্বান্ত হয়ে যান ইউজার।

তবে কোনো সাইট আসল নাকি ভুয়া, তা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের পক্ষে সহজেই শনাক্ত করা সম্ভব। তবে এই ফিচার এখনো চালু হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। টেক বিশেষজ্ঞদের অনুমান, লেটেস্ট ক্রোম আপডেটে এই ফিচার চলে আসতে পারে।

সূত্র: নিউজ১৮

কেএসকে/জিকেএস

Read Entire Article