কোন কোন শর্ত মেনে ছেলেদের চীনাবাদাম খাওয়া উচিত

3 weeks ago 12
ছেলেদের কি চীনাবাদাম খাওয়া উচিত? উত্তর হলো—অবশ্যই, তবে কিছু শর্তে! চীনাবাদাম শুধু একটি সস্তা ও সহজলভ্য খাবারই নয়, এটি পুষ্টিতে ভরপুর। অনেকেই ভাবেন এটা শুধু নাশতার জন্য; কিন্তু ছেলেদের স্বাস্থ্যের জন্য এর উপকারিতা সত্যিই চোখে পড়ার মতো। তবে যে কোনো খাবারের মতো, চীনাবাদামও খেতে হবে পরিমাণ বুঝে ও সঠিকভাবে। আরও পড়ুন  : প্রতিদিনের যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে আমাদের অজান্তেই আরও পড়ুন  : পুরুষের মানসিক স্বাস্থ্য, যা জানা জরুরি চলুন আজ জেনে নিই ছেলেদের জন্য চীনাবাদাম খাওয়ার উপকারিতা, আর কিছু জরুরি সতর্কতার কথা—একদম সহজ ভাষায়। ছেলেদের জন্য চীনাবাদামের উপকারিতা ১. শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে চীনাবাদামে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও ম্যাগনেসিয়াম থাকে, যা শরীরে শক্তি জোগায়। যারা কাজকর্ম বা শরীরচর্চা করেন, তাদের জন্য ভালো। ২. টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য বজায় রাখে চীনাবাদামে থাকা জিঙ্ক ও স্বাস্থ্যকর ফ্যাট টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে—যা পুরুষদের যৌন স্বাস্থ্য ও পেশি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ৩. হার্ট সুস্থ রাখতে সহায়ক চীনাবাদামের ফ্যাটি অ্যাসিড (যেমন ওমেগা-৬) ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল কমাতে পারে। ৪. পেশি ও হাড় মজবুত করে চীনাবাদামে থাকা প্রোটিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেশি ও হাড়ের গঠনে সহায়তা করে। ৫. চুল ও ত্বকের জন্য উপকারী ভিটামিন E ও বায়োটিন থাকার কারণে চিনাবাদাম চুল পড়া কমাতে ও ত্বক ভালো রাখতে সহায়তা করে। কিছু সতর্কতা ১. অতিরিক্ত খাওয়া চলবে না চীনাবাদামে ক্যালরি বেশি, তাই এক মুঠো বা দিনে প্রায় ২০-৩০ গ্রাম খাওয়াই যথেষ্ট। বেশি খেলে ওজন বাড়তে পারে। ২. লবণযুক্ত বা ভাজা বাদাম এড়ানো ভালো চীনাবাদাম যদি লবণ দিয়ে ভাজা হয়, তাহলে তা উচ্চ রক্তচাপ বা হার্টের জন্য ক্ষতিকর হতে পারে। বরং কাঁচা বা হালকা রোস্ট করা বাদাম বেছে নিন। ৩. অ্যালার্জির বিষয়টি মাথায় রাখুন যাদের বাদামে অ্যালার্জি আছে, তাদের জন্য চীনাবাদাম বিপজ্জনক হতে পারে। অ্যালার্জি থাকলে একেবারে এড়িয়ে চলুন। হ্যাঁ, ছেলেদের চীনাবাদাম খাওয়া উচিত, তবে সঠিক পরিমাণে এবং স্বাস্থ্যকর উপায়ে। এটি শরীর, পেশি, যৌন স্বাস্থ্য ও ত্বকের জন্য ভালো—এক কথায়, ছোট খাবার, বড় উপকার। টিপস সকালে নাশতার পর একমুঠো চীনাবাদাম বা বিকেলে হালকা খিদে মেটাতে খেতে পারেন। সঙ্গে যদি একটা কলা বা সেদ্ধ ডিম হয়, তাহলে সেটাই এক স্বাস্থ্যকর কম্বিনেশন! আরও পড়ুন  : গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে গলব্লাডার ক্যানসার সূত্র : হেল্থ লাইন
Read Entire Article