আগামী নির্বাচন সঠিক সময়েই হবে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, একটি দল মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তাদের কথার মিল পাওয়া যায় না। তারা বিএনপির সমালোচনা করে। একশ’ বার তারা বিএনপির সমালোচনা করুক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তা হতে হবে বাস্তবসম্মত। মুখে ইসলামের কথা বলবে মানুষের পাশে থাকবে না এটাতো হয় না। দেশের জনগণের দাবি আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু তারা দেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে নির্বাচন পেছাতে চায়।
তিনি ওই ইসলামী দলের সমালোচনা করে বলেন, বিএনপির সমালোচনা করার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। জনগণের কাছে আপনাদের ভিত্তি নেই, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ও বাস্তব রূপ দেওয়ার দল।
তিনি আরও বলেন, বিএনপি তো সেই দল যারা স্বাধীনতা যুদ্ধে পালিয়ে যায় নাই যুদ্ধ করে মানুষের স্বাধীনতা এনে দিয়েছে। বাকশালে দাঁড়িয়ে বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিএনপি জনগণকে ভয় পায় না, বিএনপি জনগণকে নিয়ে চলার দল। বিএনপি পেছন থেকে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না। কাজেই আপনারা যখন বলেন বিএনপি অমুক করেছে তখন জাহাঙ্গীরনগরে কোনো ছাত্রনেতা একশবার যে মেয়েদের অপমান করে সেঞ্চুরি করেছিল তখন তো মুখে আঙুল দিয়ে বসেছিলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌরমেয়র ময়জুল করিম ময়ুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।