‘কোনো অন্যায় করিনি, ভুল করতে পারি’

2 months ago 31

দায়িত্ব নেওয়ার পর ১০০ দিনের কার্যক্রম মূল্যায়ন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কোনো অন্যায় করিনি, ভুল করতে পারি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন। একই সঙ্গে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

উপদেষ্টা বলেন, ‘আমাকে তিনটি মন্ত্রণালয় দেখতে হতো। দু’দপ্তাহ হলো দুটি মন্ত্রণালয় দেখছি। তাই শতভাগ এফোর্ড দিয়ে কাজ করতে পারিনি। প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা কাজ করেছি। কোনো অন্যায় করিনি, ভুল করতে পারি। যোগ্যতা কম থাকতে পারে, অভিজ্ঞতা কম থাকতে পারে। কিন্তু প্রচেষ্টার কোনো কমতি ছিল না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অতৃপ্তির অনেক জায়গা রয়েছে।’ আমলাদের কাজের পদ্ধতি নিয়ে সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন

আসিফ নজরুল বলেন, ‘আমার প্রচেষ্টায় ঘাটতি নেই। আমি চাই আমি যেন অনেস্টলি কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিচারক রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা আইন মন্ত্রণালয় এবং অধীন দপ্তর-সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্যসহ অর্জিত সম্পত্তির হিসাব আমরা সংগ্রহ করেছি। বর্তমানে সম্পত্তির হিসাব যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

সম্পদের হিসাব নেওয়ার পর পরবর্তী পদক্ষেপ কী- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে এখন বলতে চাচ্ছি না। বিচার বিভাগে অনেকেই সৎ থেকে কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যদি দুর্নীতিপ্রবণ লোক থাকে তাহলে বিচারকদের মধ্যেও থাকবে, সব জায়গায় আছে। তবে আমরা কাউকে ঢালাওভাবে দোষারোপ করতে চাই না।’

আরএমএম/বিএ/এমএস

Read Entire Article