ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্য খাতেও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবে না এবং টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতেও যেতে হবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল ডেন্টাল ইউনিট বৃহত্তর উত্তরা শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় আশপাশের দুই শতাধিক মানুষকে সেবা প্রদান করে চিকিৎসকরা।
মোস্তফা জামান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তার পরিকল্পনা রয়েছে। যা আমরা বাস্তবায়ন করব। তারই অংশ হিসাবে তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, বিমানবন্দর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে।
তিনি বলেন, আপনার মনে রাখবেন- আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর মাধ্যমে ‘বৃক্ষ রোপণ’ করেছি। এ বৃক্ষকে যেন ডালপালা মেলে অনেক বড় করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। আমরা সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। এ দেশে যারা নিরীহ লোক আছে, অসহায়-হতদরিদ্র আছে, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ এ দেশ অবৈধভাবে শাসন করেছে। সেই সময় মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। তাদের খোঁজখবর কেউ নেয়নি। আমরা বলতে চাই, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এ সদস্য সচিব বলেন, দেশে উন্নত চিকিৎসা নেই বলে মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে যায়। অনেক মধ্যবিত্ত পরিবারের সদস্যরা টাকার অভাবে বিদেশের মাটিতে চিকিৎসা নিতে পারে না। জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসুন। তাহলে আর বিদেশে চিকিৎসা নিতে হবে না। দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে ইনশাআল্লাহ জনগণের ভালবাসা ও সমর্থনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকাসহ ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

11 hours ago
12









English (US) ·