বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজ ফ্যাসিবাদের বিদায় হয়েছে। যারা এদেশে গণহত্যা চালিয়েছে শুধু তারা নয়, যারা আলেমদের হত্যা করেছে তারা যেনো বাংলাদেশে আর কোনদিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ধরাট মাজারে মহাপবিত্র ওরস শরীফে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলেমদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করে তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায়ের পর সারা দেশে স্বাধীনভাবে ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি সংগঠনগুলো তাদের নিজ নিজ কর্মসূচি পালন করতে পারছে। শুধু তাই না রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে সামাজিক প্রোগ্রামও যার যার অবস্থান থেকে সুন্দরভাবে করতে পারছে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বিগত দিনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সেই নেতা কর্মীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি।
তিনি বলেন, তারেক রহমান বলেছেন বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ। এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। শুধু তাই না মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বিগত দিনে ফ্যাসিবাদি সরকার মানুষের কাছ থেকে সেটি কেড়ে নিয়েছিল।
ওরস শরীফে বিএনপি নেতা হাবিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সৈয়দ শহীদুল আলম টিটুসহ জেলা উপজেলা বিএনপি নেতারা।