কোপা আমেরিকা জয়ী আর্জেন্টাইন ফুটবলার খুঁজে পেলেন নতুন ঠিকানা

2 hours ago 2

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে সম্মত হয়েছে চেলসি। ২১ বছর বয়সী এই ফুটবলারকে গত মৌসুম শেষে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম নতুন ক্লাব খুঁজে নিতে বলেছিলেন। এরপর থেকেই গার্নাচোর দলবদল নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। অবশেষে, চেলসিই হতে যাচ্ছে এই আর্জেন্টাইনের নতুন ঠিকানা, বাকি কেবল আনুষ্ঠানিক ঘোষণা।  

সূত্র জানায়, গার্নাচোকে দলে ভেড়াতে চেলসির প্রথম প্রস্তাব ছিল ২৫ মিলিয়ন পাউন্ড। তবে আলোচনা শেষে ১০ শতাংশ সেল-অন ক্লজসহ ৪০ মিলিয়ন পাউন্ডে চূড়ান্ত হয় চুক্তি। ক্রিস্টিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু ও আনহেল ডি মারিয়ার পর চতুর্থ দামি ফুটবলার হিসেবে গার্নাচোকে বিক্রির রেকর্ড গড়েছে ম্যানইউ। 

বিভিন্ন অ্যাড-অন ক্লজসহ এবারের দলবদলে উইঙ্গার ও স্ট্রাইকারসহ বিভিন্ন পজিশনে চেলসির মোট ব্যয় এখন ৬৫০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। তবে খেলোয়াড় বিক্রি মাধ্যমে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেই ব্যালান্স শূন্যে নামিয়ে আনার আশা করছে লন্ডনের ক্লাবটি।

আলেহান্দ্রো গার্নাচোর চেলসিতে আসার মুহূর্তে দল ছাড়ার দ্বারপ্রান্তে ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুনকু। ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দেওয়ার সম্ভাবনা তার। এদিকে চেলসি থেকে স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনের বায়ার্ন মিউনিখে লোনে যোগ দেওয়ার আলোচনা চলছে। প্রাথমিকভাবে এটি লোনে হলেও ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য পরবর্তীতে বাধ্যতামূলক কেনার শর্ত যুক্ত থাকতে পারে।

চেলসির জন্য এই গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উয়েফার আরোপিত নিষেধাজ্ঞার কারণে। এই বাস্তবতায় তরুণ প্রতিভা গার্নাচোকে দলে নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন খেলোয়াড়কে বিদায় জানিয়ে ক্লাবটি স্কোয়াড পুনর্গঠন ও আর্থিক শৃঙ্খলা দুটোকেই গুরুত্ব দিচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেডে ২০২২ সালে যোগ দিয়েছিলেন গার্নাচো। এ সময়ে ১৪৪ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৬ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২২ গোল।

Read Entire Article