কোপায় ইকুয়েডরকে হারিয়ে ভেনেজুয়েলার চমক

4 months ago 58

দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হিসেবে কখনো বিশ্বকাপ খেলা হয়নি ভেনেজুয়েলার। ইকুয়েডরের থেকে হাতে কলমেও অনেক পিছিয়ে ভেনেজুয়েলা। সেই দলটার কাছে এবার হেরে বসলো দক্ষিণ আমেরিকার অন্যতম পরাশক্তি ইকুয়েডর। কোপায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ভেনেজুয়েলা।

ম্যাচের ১২ মিনিটে জন ইয়েবোয়াহর শট রুখে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। ১৯ মিনিটে কেন্দ্রি পায়েজের শট আবারো দারুণ ভঙ্গিমায় সেভ করেন রোমো।

২২ মিনিটে ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। মার্টিনেজকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া। ১০ জনের দলে পরিণত হয়ে খেই হারায় তারা।

৪০ মিনিটে জেরেমি সারমিনতোর দারুণ শট গোলে পরিণত হলে ১০ জনের দল নিয়েই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর।

বিরতি থেকে ফিরে গোলের জন্য চাপ সৃষ্টি করতে থাকে ভেনেজুয়েলা। ৬৪ মিনিটে জোনিডার কাদিজের গোলে ১-১ এ সমতায় ফেরে দলটি। ৭৪ মিনিটে বেলা দারুণ এক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ভেনেজুয়েলার ইতিহাসে এই প্রথম কোন কোপার ম্যাচে এক গোল হজম করার পরেও ম্যাচ জিতলো তারা।

শেষ দিকে ইকুয়েডর কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো আলোর মুখ দেখেনি৷ ফলে ১-২ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে ইকুয়েডর। ভেনেজুয়েলা পায় দারুণ সূচনা।

আরআর/এমএস

Read Entire Article