কোমরে গামছা দিয়ে প্যাঁচানো ছিল দুই কেজি সোনার বার

1 month ago 19

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চারটি সোনার বারসহ ইয়াকুব আলী (৫৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৯ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক ইয়াকুব আলী কলারোয়ার রাজপুর গ্রামের মৃত সাদেক সরদারের ছেলে।

জব্দ সোনার বারগুলোর ওজন এককেজি ৮৯৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কোমরে গামছা দিয়ে প্যাঁচানো ছিল দুই কেজি সোনার বার

বিজিবি জানায়, সোনা পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয় বিজিবির মাদরা বিওপির একটি দল। ভোর সোয়া ৬টার দিকে ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে প্যাঁচানো অবস্থায় চারটি সোনার বার জব্দ করা হয়।

এ ঘটনায় কলারোয়া থানায় মামলা ও বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান লে. কর্নেল আশরাফুল হক।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম

Read Entire Article