কোরবানির পশুর যত্ন ও খাবার কেমন হওয়া উচিত

3 months ago 21

চারদিন পরই ঈদুল আজহা বা কোরবানি। যারা কোরবানি করেন; তারা প্রতি বছর গবাদিপশু কেনেন। বর্তমানে আমাদের দেশে অনেক স্থানে উট ও দুম্বাও বিক্রি হয়। কিন্তু যেই পশুর মাধ্যমেই কোরবানি দেওয়া হোক না কেন, পশুটির যত্ন নিতে হবে এবং পর্যাপ্ত খাবার দিতে হবে। আসুন জেনে নিই পশুর যত্ন এবং খাবার সম্পর্কে।

কোরবানির পশুর যত্ন

১. অনেক পশু হাঁটতে অভ্যস্ত নয়। এ অবস্থায় হাঁটিয়ে আনলে কষ্ট বাড়ে। তাই পিকআপভ্যানে আনাই ভালো।

২. কোরবানির গরু, ছাগল, ভেড়া কিংবা অন্য পশুকে স্যাঁতস্যাঁতে, অপরিচ্ছন্ন ও নোংরা জায়গায় রাখা যাবে না।

৩. হাট থেকে গরু, মহিষ, ভেড়া কিংবা ছাগল কিনে সম্ভব হলে দ্রুত গোসল করানো উচিত।

৪. প্রতিদিন পশুর মল-মূত্র পরিষ্কার করতে হবে। পরিবেশ যেন দূষিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

৫. ঈদের নামাজে যাওয়ার আগেই পশুকে গোসল করানো উচিত। যাতে গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার হয়।

৬. জবাই করার জন্য শোয়ানোর সময় খুব বেশি ধস্তাধস্তি করবেন না। কৌশলে শুইয়ে দেরি না করে দ্রুত জবাই করবেন।

৭. অন্য পশুর সামনে জবাই করবেন না। এতে জীবিত পশুর মধ্যে আতঙ্ক ও ভয় সৃষ্টি হয়। পশু কষ্টও পেতে পারে।

কোরবানির পশুর খাদ্য

১. ব্যবসায়ীরা পশুকে পর্যাপ্ত খাবার না দেওয়ায় এমনিতেই কিছুটা দুর্বল থাকে। তাই পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া উচিত।

২. বিক্রির পর পশুরা খাবার খেতে চায় না। তাই পশুর জন্য খাবারের পরিবেশ নিশ্চিত করতে হবে।

৩. পশুকে জোর করে বেশি খাবার খাওয়ানো ঠিক নয়। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে।

৪. গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে। কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া ঠিক নয়।

৫. পশু কেনার সময় খামারি বা বিক্রেতার কাছ থেকে পশুর খাদ্যাভ্যাস জেনে নিতে হবে।

৬. এ ছাড়া বিভিন্ন খাবার দিয়ে দেখতে পারেন, কোন খাবারে আগ্রহ দেখাচ্ছে; সেই খাবার বেশি দিন।

৭. দূর থেকে আনা পশুকে সবার আগে পরিষ্কার পানি দিন। মুখ ডোবাতে পারে এমন পাত্রে পরিবেশন করুন।

৮. পশুরা অনেক সময় ঠান্ডা পানি পান করতে চায় না। কুসুম গরম পানির সঙ্গে অল্প লবণ মিশিয়ে দিন।

৯. পশুকে ভাতের মাড়ের সঙ্গে ভুষি, সবজির খোসা, চালের গুঁড়া, খৈল ও লবণ দিতে পারেন।

১০. ভেড়া বা ছাগলের জন্য গাছের পাতা, ঘাস, অল্প ভাতের সঙ্গে চালের গুঁড়া বা ভাঙা গম দিতে পারেন।

১১. পশুকে ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভালো কোম্পানির রেডি ফিড খাওয়াতে পারেন।

১২. শহরে থাকলে খৈল, খড় ও ঘাসের আঁটি এবং কাঁঠাল পাতা কিনে দিতে পারেন।

এসইউ/জেআইএম

Read Entire Article