কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা বেশি

3 months ago 34

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাটে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি গরু। পাহাড়ি গরু প্রাকৃতিক সব ধরনের লতা-পাতা খেয়ে বড় হয়। ফলে এ গরুর মাংস স্বাদে সেরা বলে জানান ক্রেতারা।

শহরের ট্রাক টার্মিনালে বসেছে কোরবানি পশুর হাট। শুক্রবার (১৪ জুন) সকালে হাট ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বোটে করে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। ঘাটে সারি সারি দাঁড়িয়ে থাকা বোটেই অনেকে সেরে নিচ্ছেন বেচাকেনার কাজ। ট্রাক টার্মিনাল প্রাঙ্গণেও রয়েছে প্রচুর পরিমাণে গরু। জেলা শহরের বাইরে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও চট্টগ্রাম থেকেও এই পশুর হাটে আসছেন ক্রেতারা।

চট্টগ্রাম থেকে আসা ডা. আব্দুর রহমান বলেন, ‘পার্বত্য জেলা রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে পালন করা হয় গরু। এ গরুগুলো পাহাড়ের বিভিন্ন লতা-পাতা খেয়ে বড় হয়। ফলে এসব গরুর রোগবালাই থাকে না। এসব গরুর মাংস স্বাদেও সেরা হয়।’

রাঙ্গামাটি/ কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা বেশি

আরেক ক্রেতা ইমরান হোসেন বলেন, ‘পাহাড়ি গরু হৃষ্টপুষ্ট ও স্বাদে সেরা হওয়ায় চাহিদা বেশি। হাটে প্রচুর পরিমাণে পাহাড়ি গরু রয়েছে। এখনো হাট ঘুরে দেখছি। যদি পছন্দমতো পেয়ে যায় তাহলে নিয়ে নেবো।’

হাটে ২২টি গরু নিয়ে এসেছিলেন সুশীল চাকমা। এরমধ্যে ২১টিই বিক্রি হয়ে গেছে। তিনি জাগো নিউজকে বলেন, ‘বাজারে গরুর চাহিদা অনেক। ক্রেতারা পাহাড়ি গরু বেশি চান।’

রাঙ্গামাটি/ কোরবানির পশুর হাটে পাহাড়ি গরুর চাহিদা বেশি

আরেক বিক্রেতা আনোয়ার আলী বলেন, ‘লংগদু মাইনি থেকে সাতটি গরু নিয়ে এসেছিলাম। দুটি বিক্রি হয়েছে। ক্রেতারা দেখছেন। আশা করি বাকি পাঁচটিও বিক্রি হয়ে যাবে।’

রাঙ্গামাটি পৌর ট্রাক টার্মিনাল কোরবানি পশুর হাট ইজারাদার রুহুল আমিন বলেন, হাটে প্রচুর পরিমাণে পাহাড়ি গরু উঠেছে। হাটে জায়গা করে দিতে না পারায় বোট ও হ্রদের তীরে বেঁধে রাখা হয়েছে গরু। আশা করছি এবছর বেচাকেনা ভালো হবে।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

Read Entire Article