কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ -এর অংশ হিসেবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পৃথক অভিযানে ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন– আসাদুজ্জামান সবুজ (৩৪), মো. শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) ও মো. শাহীনুর গাজী (৩৮)। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতায় বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রূপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় ৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের আইন

কোস্ট গার্ডের অভিযানে আটক ৬

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ -এর অংশ হিসেবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় পৃথক অভিযানে ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন– আসাদুজ্জামান সবুজ (৩৪), মো. শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) ও মো. শাহীনুর গাজী (৩৮)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতায় বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রূপসা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় ৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ছয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মী বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow