মনিশ পেশায় তিনি এক মুদি দোকানের মালিক। ভারতের ছত্তিশগড়ের সেই মুদি দোকানি আচমকাই চলে এসেছেন খবরের শিরোনামে। কারণ তাকে যে ফোন করেছিলেন বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রজত পাতিদাররের মতো তারকা ক্রিকেটার! বিষয়টা বিশ্বাসই হচ্ছিলো না মনিশের। তাই তাদের সঙ্গে পাল্টা মজা করতে শুরু করেছিলেন এই দোকানদার। শেষে মনিশের ভুল ভাঙ্গে বাড়ির দরজায় পুলিশ হাজির হওয়ায়।
ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলার দেবভোগ গ্রামের একটি... বিস্তারিত