কোহলিকে নিষিদ্ধ করা উচিত, বললেন সাবেক ইংলিশ পেসার

1 day ago 5

অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে গিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন বিরাট কোহলি। যার বেশি অংশই নেতিবাচক। প্রথমত পুরো সিরিজেই ভারতীয় দলের সাবেক অধিনায়ক ফর্মে ছিলেন না। তার ওপর অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে গুনেছেন ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা, পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।

সিরিজ চলাকালীন কনস্টাসের সঙ্গে কোহলির আচরণেরই সমালোচনা করেছে ক্রিকেটের নানা মহল। এখনও যা চলমান। সর্বশেষ সেই সমালোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হারমিসন।

হারমিসন মনে করছেন, কোহলিকে লঘু দণ্ড দেওয়া হয়েছে। অপরাধ অনুযায়ী ভারতীয় ব্যাটার আরও বড় শাস্তি ভোগের যোগ্য। যে শাস্তি হওয়া উচিত ছিল তাকে নিষিদ্ধ করা।

ইংলিশ পেসার জানান, তিনি কোহলিকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তবে অন্যায়কে স্রেফ অন্যায় বলতে দ্বিধা করেন না। সবকিছুরই একটি সীমা থাকা উচিত। মাত্রাতিরিক্ত কোনোকিছুই সুফল বয়ে আনে না।

‘টকস্পোর্টস ক্রিকেট পডকাস্ট’কে হারমিসন বলেন, ‘সেখানে কোহলির সঙ্গে কী ঘটেছিল? কোহলি আইনের উর্ধ্বে চলে গেছে। বিরাট কোহলি যা করেছে, তার জন্য তাকে নিষিদ্ধ করা উচিত ছিল। আপনি জানেন যে, আমি বিরাট কোহলিকে কতটা ভালোবাসি এবং সে খেলার জন্য কী করেছে। কিন্তু একটি সীমা আছে। আপনি এটি অতিক্রম করবেন না।’

কনস্টাসকেও সতর্ক করেছেন হারমিনসন। পরিবেশ-পরিস্থিতি বুঝে ১৯ বছর বয়সী অসি তারকাকে মেজাজ ঠান্ডা রাখতে বলেছেন তিনি। পরামর্শ দিয়েছেন, প্রতিপক্ষ দলের ক্রিকেটার যেন উত্তেজিত না করেন। যদি সেটা করেন, পরিস্থিতি উত্তেজনাময় হলে অপ্রত্যাশিত যেকোনো কিছুই ঘটে যেতে পারে।

ব্যাটিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটিও কনস্টাসকে বাতলে দিয়েছেন হারমিনসন। কৌশলগত জায়গায় উন্নতির পরামর্শ দিয়ে তিনি বলেছেন, পূর্বসূরী ডেভিড ওয়ার্নারের সব কৌশল ভালেমতো রপ্ত করার আগেই যেন আক্রমণাত্মক ভঙ্গি (ব্যাটিংয়ে) অনুসরণ না করেন। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভালো বোলারদের বিপক্ষে যেন রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন।

মেলবোর্নে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহকে রিভার্স-স্কুপসহ কিছু আক্রমণাত্মক শট খেলার প্রসঙ্গেই মূলত কনস্টাসকে এমন পরামর্শ দিয়েছেন হারমিনসন।

হারমিনসন বলেন, ‘স্যাম স্কুপ করতে পারছে। সে বড় শট পেয়েছে। কিন্তু বিশ্বের সেরাদের বিপক্ষে টেস্ট ম্যাচ ক্রিকেটে কি তার রক্ষণাত্মক কৌশল আছে? এই গুণটিই তাকে বের করে আনতে হবে। যদি সে এটি সঠিকভাবে পারে তবে তার একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। কারণ, সে আক্রমণাত্মক হতে পারে এবং বল মোকাবেলা করার মানসিকতা ভালো। কিন্তু আমি মনে করি, সে ডেভিড ওয়ার্নার হতে চায় এবং টেকনিক্যালি সে ওয়ার্নারের মতো ভালো কোথাও নেই।’

এমএইচ/জেআইএম

Read Entire Article