কোহলির শেষ টেস্টের জার্সি জায়গা পেল সিরাজের ঘরে
হায়দরাবাদে নিজের বাড়িতে এখন এক বিশেষ স্মারক সাজিয়ে রেখেছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। দেয়ালে ফ্রেমবন্দি হয়ে ঝুলছে তার ‘সুপারহিরো’ বিরাট কোহলির শেষ টেস্ট জার্সি—যেটি এসেছে ২০২৪–২৫ বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্ট থেকে।
বিরাট কোহলির প্রতি সিরাজের অনুরাগ ও শ্রদ্ধা ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত। আইপিএলের কঠিন সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) খেলতে গিয়ে যখন ফর্ম খারাপ যাচ্ছিল, তখনও কোহলিই তাকে ভরসা দিয়েছিলেন। সেই আস্থার প্রতিদান দিয়েই ২০২০ আইপিএল মৌসুমে উজ্জ্বল পারফরম্যান্স করেন সিরাজ, যা তাঁকে নিয়ে যায় অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেকের পথে।
কোহলির টেস্ট অবসরের সময় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে সিরাজ তাকে আখ্যা দিয়েছিলেন নিজের ‘সুপারহিরো’ হিসেবে। আর এবার তার বাড়ির দেয়ালে কোহলির স্বাক্ষরিত শেষ টেস্ট জার্সি যেন সেই সম্পর্কেরই প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স ছিল ম্যাচ-জয়ী। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ পুরো ম্যাচে ৯ উইকেট নিয়ে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ভারত সমতা ফেরায় ২-২ তে।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২৩ উইকেট নিয়ে ছিলেন দুই দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি, আর এই পারফরম্যান্সে উঠে আসেন আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে। জাসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস আক্রমণ নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন, বড় মঞ্চে দায়িত্ব কাঁধে নিতে তিনি প্রস্তুত।
ওভালের পর কোহলি সামাজিক মাধ্যমে ভারত দলকে অভিনন্দন জানান এবং বিশেষ করে সিরাজের প্রশংসা করেন। এমনকি এজবাস্টন টেস্টেও, যেখানে ভারত ৩৩৬ রানে জিতেছিল, প্রথম ইনিংসে সিরাজ নিয়েছিলেন ৬ উইকেট।
সিরাজের ঘরের দেয়ালে ঝুলে থাকা ফ্রেমবন্দি জার্সিটি শুধু এক স্মারক নয়—এটি এক আস্থা, প্রেরণা আর অটুট বন্ধনের প্রতীক।
View this post on Instagram
A post shared by Basanth Harika JAin (@basanthjain)