ক্যানসার আক্রান্ত শিশু আনিশা বাঁচতে চায়

4 months ago 37

ছবির ফুটফুটে এই শিশুটির বয়স মাত্র ১২ বছর। শেহজারিন তাসনিম হোসেন আনিশার শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি ক্যানসার। 

গত বছর এপ্রিলে তার হাই রিস্ক মেটাস্টাসিস নিউরো ব্লাস্টমা ক্যানসার স্টেজ-৪ ধরা পরে। বর্তমানে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা চলছে।

শিশুটির মা রাফিয়া আক্তার বলেন, অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি এই চিকিৎসা করতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। চিকিৎসার প্রথম ধাপে র‍্যাপিড কোজেক নামক হাইডোজ ১০ টি সেশনের কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন দ্বিতীয় ধাপের ওরাল কেমোথেরাপি চলছে। 

রাফিয়া আক্তার বলেন, তৃতীয় ধাপের চিকিৎসায় অ্যান্টি জিডি-২ থেরাপি দিতে হবে। এই দ্বিতীয় ধাপের চিকিৎসা অনেক ব্যয়বহুল। এ চিকিৎসা করাতে প্রায় ৮ মাস লাগতে পারে। চিকিৎসকের ভাষ্যমতে, ২০২৫ সালের জুলাই থেকে চিকিৎসা শুরু করতে হবে। এখানে খরচ পড়বে প্রায় ৭০ লাখ। আমাদের পক্ষে একা এতো টাকা জোগাড় করা সম্ভব না। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 

সাহায্য পাঠানোর ঠিকানা 

রাফিয়া আক্তার 

চলতি হিসাব নম্বর-০০১০০৩১০০৪৪৮৪৯, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সাভার ক্যান্টনমেন্ট শাখা, সাভার, ঢাকা। 

ই-মেইল : [email protected]

Read Entire Article