ক্যানুলা
হাসপাতালে ভেসে আসে রোগীর আর্তনাদ, স্বজনের চিৎকার, সেবিকার সান্ত্বনা। ক্যানুলা, এক বিধ্বস্ত দেহ ভেদ করে এনে দেয় রোগমুক্তির বার্তা। ক্যানুলা, একদিন খুলে ফেলা হবে তোমায়, হাতে থাকবে শুধু ছোট এক দাগ— কিন্তু মনে রয়ে যাবে বেঁচে থাকার প্রমাণ।
What's Your Reaction?